ডিএসসিসির উপনির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোট গণনা চলছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি দেখা গেছে।

১১ নম্বর ওয়ার্ডের আটটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ার্ডের উপনির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে সকালের চেয়ে বিকালে ভোট উপস্থিতি বেশি হয়। এর মধ্যে পুরুষের থেকে নারী ভোটার কেন্দ্রে এসেছেন বেশি।

বিকালে মির্জা আব্বাস মহিলা কলেজে ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসে আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনের পুরো সময়টায় পরিবেশ শান্তিপূর্ণ ছিল। আমার ভোট আমি পছন্দের প্রার্থীকে দিয়েছি, কেউ বাধা দেয়নি। সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া নির্বাচিত কাউন্সিলর আমাদের পাশে থাকেন।’

এর আগে ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে ভোটকেন্দ্র রয়েছে চারটি এবং মির্জা আব্বাস মহিলা কলেজে তিনটি ভোটকেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখা গেছে।

এই উপনির্বাচনে কাউন্সিলর পদে মোট সাত জন প্রার্থীর মধ্যে ছয় জনের পোলিং এজেন্টকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ গত বছরের ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।