আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকারসহ দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকারসহ আট জনের বিরুদ্ধে আট কোটি সাতাশ লাখ ৮৮ হাজার ২৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। আসামিরা পরস্পর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে লেনদেনের ভাউচার, ট্রানজেকশনসহ নানাভাবে এ অর্থ আত্মসাত করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ বা মামলার দায় থেকে ছয় আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, অভিযোগপত্রে মো. তাসলিম সরকার ও মো. জহিরুল হক ভুঁইয়াকে অভিযুক্ত করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হুলিয়া ও মালামাল ক্রোকের আবেদন জানানো হয়।