কামরাঙ্গীরচরে ইজিবাইক ও অটোরিকশায় চাঁদাবাজি, গ্রেফতার ৮

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় ইজিবাইক ও অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ৮ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতাররা হলো-মো. আল মাহমুদ হোসেন, মো. মোরশেদ আলম, মো. রফিকুল ইসলাম, মো. শাহিন হোসেন, মো. রওশন এরশাদ, মো. রাজু, মো. রতন ও মো. সুজন ইসলাম।

শুক্রবার (১৫ মার্চ) রাতে কামরাঙ্গীরচর থানার সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে কামরাঙ্গীরচর থানা পুলিশ ইজিবাইক ও অটোরিকশায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সেতু এলাকার রাস্তায় চলাচলরত ইজিবাইক ও অটোরিকশা থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করার সময় ৮ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।