জাকার্তায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দূতাবাসে প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনা সভায় রাষ্ট্রদূত তারিকুল ইসলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৪ সালে বাংলাদেশে শিশু আইন প্রণয়ন এবং শিশুদের অধিকার রক্ষায় বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নিবেদিত প্রচেষ্টার কথা বলেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী ওপর আলোচনা করেন অন্য আলোচকরা।