বাজার তদারকি: ১১৩ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

সারাদেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় নানা অনিয়মের কারণে ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সরকারি এই সংস্থা।

এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদফতরের বাজার তদারকি কার্যক্রম চলমান আছে। আজ ঢাকা মহানগরীতে অধিদফতরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটি জানায়, মঙ্গলবার সারাদেশে ৫৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।