মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটে।

পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ মারুফ জানান, তারা তিন জন ওই হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে করেছেন।

তিনি জানান, মালিবাগ মোড় এলাকার একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন জন ঢাকা মেডিক্যালের বার্নে এসেছেন। তাদের ভর্তি নেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দগ্ধ তিন জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।

এদিকে দগ্ধ হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হান্নান হোটেলের নান ও গ্রিল তৈরির কারিগর ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, হান্নানের শরীরে ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ হান্নান বরিশাল ভোলা চরফ্যাশন উপজেলার চড় মাইনকা গ্রামের সিএনজিচালক আজিজ মোল্লার ছেলে। বর্তমানে মালিবাগ মোড়ে মেসে থাকেন। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়।