‘কিশোর গ্যাংয়ের আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, কিছু দিন আগেও ঢাকায় ৩৪টি কিশোর গ্যাং ছিল। সম্প্রতি এ তালিকা বড় হয়েছে। এ কিশোর গ্যাংয়ের আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে। পৃষ্টপোষকদের নাম আসছে। তাদের তালিকা করা হবে।

শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ আয়োজন করে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘কিশোর গ্যাংয়ের নেপথ্যে যে বড় ভাই থাকুক না কেন, তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, শিশুদের ভিন্নভাবে অপরাধকাজে ব্যবহার করা অপরাধ। কিশোর গ্যাংয়ের আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘অপরাধীর কোনও দল নেই, থাকার কথাও না। অপরাধীই বরং কোনও কোনও দলে আশ্রয় নেয়। অতীতে আমরা তাই দেখেছি। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে।’