মালিবাগে নির্মাণাধীন ভবনের পাশে মাটি ধসে শ্রমিকের মৃত্যু 

রাজধানীর মালিবাগ রেলগেইট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে মাটি ধসে নির্মাণ কাজে ব্যবহৃত মেশিন সামগ্রী নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নুর নবী নাঈম (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 

রবিবার (২৪ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের সদস্যরা চাপা পড়া একজনকে উদ্ধার করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সহকর্মীরা আহত আরও তিন জনকে হাসপাতালে নিয়ে আসেন। তারা হচ্ছেন, জিয়ারুল (২০) জয়েজ মিস্ত্রি, রাতুল প্রামানিক (১৮) ও ইস্কেভেটর অপারেটর সাদেকুল (২২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়ারুল জানান, তারা ১০ থেকে ১২ জন মাটির নিচে ছিলেন। উপরে ছিলেন আরও কয়েক জন।
 
তিনি বলেন, আমরা ৩০ ফুট নিচ থেকে মেশিনে বালু বোঝাই করে দেই, আর তা মেশিনের মাধ্যমে টেনে উপরে তোলা হয়। হঠাৎ করে মাটি ধসে উপর থেকে ওই মেশিনটি সহ মাটির নিচে পড়ে যায়। এতে আমরা চাপা পড়ি।

নিহত মো নুর নবী নাঈম ক্রেন অপারেটর হেলপার ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার ইয়াকুবনগর গ্রামে সিএনজি চালক সেলিম রেজার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকতো।