২ ঘণ্টায় ট্রেনের টিকিট শেষ, ওয়েবসাইটে ৯৫ লাখ হিট

তৃতীয় দিনের মতো অনলাইনে শতভাগ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রীম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই টিকিট কিনতে ওয়েবসাইটে যাত্রীদের চাপ বাড়ছে। তৃতীয় দিনে টিকিট কিনতে এই চাপ বেড়েছে অনেক গুণ। টিকিট সংগ্রহ করতে ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট হয়েছে এবং শুরু দুই ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়ে যায়।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ‘নিয়মিত সময় অনুযায়ী সকাল ৮টায় আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজারের মতো।’

এদিকে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।