ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা

ট্যুর পরিচালনার জন্য ট্যুরে অপারেটরের অন্তত ১০ লাখ টাকা ব্যাংক স্থিতি থাকতে হবে। এমন বিধান করে ট্যুর অপারেটর (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা জারি করেছে সরকার। একই সঙ্গে ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালাও জারি করা হয়েছে।

‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০২১ এর বিধান মতে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ পৃথক দুটি বিধিমালা জারি হয়।

বিধিমালা অনুসারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্যুর অপারেটরের কার্যক্রম পরিচালনা করতে চাইলে যেসব ডকুমেন্ট দিতে হবে তা হলো- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র; ট্রেড লাইসেন্স; ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেট; ব্যবসায়িক ঠিকানার প্রমাণক; অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্র; ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট পরিবহণ, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনও ব্যক্তির থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করবে বা মিথ্যা প্রলোভন দেখাবে না, প্রতারণার আশ্রয় গ্রহণ করবে না মর্মে সরকার নির্ধারিত মূল্যমানের স্ট্যাম্পে হলফনামা।

আবেদনের সঙ্গে ফি বাবদ ৫ হাজার টাকার ট্রেজারি চালান অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা পরিশোধের মূলকপি দিতে হবে।

ট্যুর অপারেটর হিসেবে ব্যবসায় পরিচালনার জন্য প্রারম্ভিক মূলধন হিসাবে কোনও তফসিলি ব্যাংকে ১০ লাখ টাকা স্থিতির ব্যাংক সার্টিফিকেট দিতে হবে।

অনলাইনে ট্যুর পরিচালনাকারীকেও নিবন্ধন গ্রহণ করতে হবে। কোনও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ট্যুর অপারেটর হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করতে চাইলে বাংলাদেশে তার অফিস থাকতে হবে। বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ক্ষেত্রে তার মোট শেয়ারের কমপক্ষে ৫১ শতাংশের মালিকানা বাংলাদেশি শেয়ারহোল্ডারের হতে হবে।