ঈদে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হবে পর্যটন কেন্দ্রগুলোর সিসি ক্যামেরা

আসন্ন ঈদুল ফিতরে পর্যটকদের নিরাপত্তায় দেশের পর্যটন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা সমুদ্র সৈকতে ১২টি, পতেঙ্গা বিচে ১২টি ও কক্সবাজারে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার কন্ট্রোল রুম থাকবে ঢাকায়। ঢাকা থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।

অতিরিক্ত ডিআইজি বলেন, পর্যটকরা তাদের সমস্যা সরাসরি ইন্টারকমের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে অবগত করতে পারবেন। কক্সবাজারের প্রতিটি বিচ এলাকায় সিকিউরিটি অ্যালার্মিং বাটন লাগানো হচ্ছে। যার ফলে কোনও পর্যটক কোনও সমস্যায় পড়লেই বাটনে টিপ দিলে তা ট্যুরিস্ট পুলিশ বক্সে আওয়াজ করবে এবং সঙ্গে সঙ্গে ওই বাটন এলাকায় হাজির হবে পুলিশ।

এছাড়া প্রতিটি বিচে দেওয়া হচ্ছে ফ্রি মোবাইল ফোন সিস্টেম। যেখান থেকে পর্যটক সরাসরি ট্যুরিস্ট পুলিশ তথা সেন্টারে হোয়াটসঅ্যাপে এবং মোবাইলে কল করতে পারবেন। এছাড়াও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি ও ময়ূরপঙ্খী বিচ বাইকের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তায় টহল ডিউটি করা হবে।

বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ সাজেক ভ্যালিতে এবারই প্রথম ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এর ফলে সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা থাকছে। সেন্ট্রাল সিসি টিভি মনিটরিং সিস্টেমের মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে কক্সবাজার বিচের সব কার্যক্রম মনিটর করা যাবে। দেশের অন্যান্য পর্যটন এলাকার কার্যক্রমও ট্যুরিস্ট পুলিশ মনিটর করবে।