১৪টি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

রাজধানীর ডেমরায় ধার্মিক পাড়ায় গ্যারেজে আগুন লেগে লন্ডন এক্সপ্রেস-এর ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২ এপ্রিল) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এ দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মো. ছালেহ উদ্দিনকে। বাকি ২ সদস্যের নাম এখনও নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে আগুন লাগলে  গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।