সাভারে লরি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে আগুনের ঘটনায় মো. হেলাল হাওলাদার (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

বরগুনা সদর উপজেলার ছোটগরিচন্না গ্রামের জয়নুউদ্দিন হাওলাদার-এর ছেলে ট্রাকচালক হেলাল। তার স্ত্রীর নাম সনিয়া আক্তার। তিন বছর আগে বিয়ে হয় তাদের।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বরগুনা থেকে ট্রাকে করে তরমুজ বোঝাই করে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলেন হেলাল। পথে হেমায়েতপুরে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল নামে একজন মারা যান। পরে আড়তদারি ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেক জন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।