সমিতির নামে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ফখরুল ইসলাম (৪০) নামে এক প্রতারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩। বুধবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব-৩ সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মো. আজাহার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
র‍্যাব-৩ জানায়, গ্রেফতার ফখরুল সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। সে এই চক্রের মূলহোতা। তার নামে সাতটি প্রতারণার মামলা হয়েছে। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

প্রতারণার অভিযোগে একাধিক মামলার পলাতক আসামি ফখরুল ইসলামকে গ্রফতারের সময় টাকা ও মাদকদ্রব্য জব্দ করা হয়। 

গ্রফতার ফখরুলকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র‌্যাব জানায়, ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে ওই সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে তিনি গ্রাহকদের জমানো কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট সাতটি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।