স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের মাসব্যাপী সেহরি বিতরণ

পবিত্র রমজান মাসে শারীরিক প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের ইফতারের আহার জুটলেও মেলে না সেহরির খাবার। অনেকে ইফতারের বাসি খাবার খেয়েও রোজা রাখছেন। ঠিক সে সময়ে তাদের কাছে সেহরি পৌঁছে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি। তিনি রমজান মাসজুড়ে প্রতিদিন মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করছেন।

জানা যায়, প্রথম রোজা থেকে রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ, খামারবাড়ি, কলাবাগানসহ বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করছেন জ্যোতি।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি বলেন, আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায়-দারিদ্র্যদের ক্ষুদার কষ্ট নিবারণ করতে চাই।

তিনি আরও বলেন, রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশির ভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা প্রতিরাতে সেহরির খাবার বিতরণ করছি। এছাড়া ঈদকে সামনে রেখে প্রায় হাজার মানুষের মাঝে খাবার, নগদ অর্থ ও জামা-কাপড় দিয়ে পাশে দাঁড়াতে চাই।