ঈদে নৌযাত্রা নিরাপদ করতে কাজ করছে নৌ পুলিশ: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ঈদে আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফেরা জনগণের নৌযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌ পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ নৌ ও লঞ্চ ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্থাপন করেছে কন্ট্রোল রুম। নৌপথ নিরাপদ রাখতে গত ৬ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বালুবাহী বাল্ক হেড, ড্রেজার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

নৌ পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী ঈদে ঘরমুখো নৌপথ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী সকল গুরুত্বপূর্ণ নৌ ও লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

রবিবার (৭ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ কেন্দ্রিক নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষমাণ লঞ্চের চালক ও যাত্রী সাধারণের সঙ্গে কথা বলেন এবং নৌ পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।