রাজধানীবাসীকে ঈদবার্তায় যা বললেন মেয়র আতিক

ঈদের আনন্দ পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানীতে বসবাসকারী অনেক নাগরিক গ্রামের বাড়িতে যাচ্ছেন। আবার অনেকেই ঢাকায় ঈদ উদযাপন করবেন। যারা ঢাকায় থাকবেন এবং যারা যাচ্ছেন, সবার প্রতি ঈদের বার্তা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির মেয়র বলেন, আসছে ঈদ। ঈদ আনন্দ ভাগ করে নিতে অনেকেই বাড়ি ফিরছেন। বাসা-বাড়ি, স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠানের যাবতীয় নিরাপত্তা ছাড়াও আরও কিছু বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বাসাবাড়ির জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এডিস মশার কামড়ে ডেঙ্গু হলে মৃত্যুঝুঁকি আছে। তাই ঈদে বাড়ি যাওয়ার আগে বাসা-বাড়ির ছাদ, বারান্দা, বাথরুম পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে, এমন পাত্র উল্টিয়ে রাখবেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস পরিচালকের প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, আপনারা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ নজর দেবেন। ঈদ শেষে ফিরে এসে খেয়াল রাখবেন কোথাও পানি জমে রয়েছে কি না। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে ডেঙ্গু থেকে রেহাই পাবো।

এ সময় মেয়র মো. আতিকুল ইসলাম সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।