রাজারবাগে ঈদের প্রথম জামাত ৮টায়

দেশে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। এদিন বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদ রাজারবাগে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় ও শেষ জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাজারবাগের পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। 

মঙ্গলবার (৯ জুন) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ঈদের এ জামাতে আইজিপি, কমিশনার ছাড়াও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করবেন। নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।