সদরঘাটে এক লঞ্চকে অর্থদণ্ড, ৫টির রশি জব্দ

সদরঘাটে একটি লঞ্চকে ওঠার সিড়িতে রেলিং না থাকায় অর্থদণ্ড ও পাঁচটি লঞ্চের পুরাতন রশি জব্দ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মোবাইল কোর্ট।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআইডব্লিউটিএ-র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘মিরাজ-০৬ লঞ্চকে ওঠা-নামার সিড়িতে রেলিং না থাকায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি বার্দিং-এর সময় মুরিং কাজে ব্যবহৃত পুরাতন রশি ব্যবহারের কারণে পাঁচটি লঞ্চের পুরাতন রশি জব্দ করা হয়।’