দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবির ডিজি

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।শনিবার (১৩ এপ্রিল) তিনি কাপ্তাই ব্যাটালিয়নের অধীন দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং বরকল ব্যাটালিয়নের অধীনস্থ উলুছড়ি বিওপি পরিদর্শন করেন। বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সীমান্ত পরিদর্শন করেছেন ডিজি।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক শনিবার (১৩ এপ্রিল) সকালে বিজিবির রাঙ্গামাটি সেক্টর সদর দফতর পরিদর্শন করেন এবং সব পর্যায়ের বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করেন। দরবারে রাঙামাটি সেক্টরের আওতাধীন সব ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ভিটিসির মাধ্যমে সংযুক্ত ছিলেন। এরপর বিজিবির মহাপরিচালক দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং উলুছড়ি বিওপি পরিদর্শন করেন। 

এসময় দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গম পার্বত্যাঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাদের দেশপ্রেম, সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক, প্রশিক্ষণ ও আভিযানিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবি'র চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, রাঙামাটি সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।