মিয়ানমারের ১৯৬ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে এ মাসেই

মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সরকারি বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত ১৯৬ জন বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে এ মাসের মধ্যেই তাদের ফেরত পাঠানো সম্ভব হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘সীমান্ত এলাকায় চলমান সংঘাতের কারণে মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩৩০ জন বিজিপি সদস্যকে সুমদ্রপথে ফেরত পাঠানো হয়েছে।’

বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির খারাংখালি সীমান্ত দিয়ে মিয়ানমার বাহিনীর সদস্যরা প্রবেশ করছে জানিয়ে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আরও লোক সীমান্ত অতিক্রম করতে পারে। মিয়ানমারের লোকদের একটি স্কুলে নিরস্ত্র অবস্থায় রাখা হয়েছে।’

কীভাবে পাঠানো হবে জানতে চাইলে আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা বিমানে পাঠানোর প্রস্তাব করেছি। আগের বার সুমদ্রপথে পাঠানো হয়েছিল। কিন্তু এবারে সুমদ্র কিছুটা অশান্ত থাকায় বিমানপথে পাঠানোর প্রস্তাব করেছি।’

মিয়ানমার যদি তাদের লোকদের সুমদ্রপথে নিয়ে যেতে চায় আমরা সে ধরনের ব্যবস্থা নেবো বলেও তিনি জানান।