দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন

দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শিরীন পারভীনকে মহাপরিচালক (ডিজি) পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথমবারের মতো দুদকের কোনও নারী কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদক সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর তৃতীয় গ্রেডে শিরীন পারভীনকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করা হলো।