রাজধানীর খালে-ড্রেনে কী ফেলা হচ্ছে, দেখানোর আয়োজন করেছে ডিএনসিসি

খাল, ড্রেন ও লেকে বাসাবাড়ির বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের সচেতন করতে বর্জ্য-প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১১ মে) সকালে গুলশান ডিএনসিসি ভবনের সামনের রাস্তায় এসব প্রদর্শনীর জন্য রাখা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন।

বর্জ্যগুলো গুলশান-বনানী লেক, মোহাম্মদপুরের লাউতলা খাল, কাদেরাবাদ হাউজিং খাল, আদাবর খালসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। প্রদর্শিত বর্জ্যগুলোর মধ্যে রয়েছে লেপ-তোশক, সোফা, কমোড, বেসিন, টায়ার, রিকশার অংশবিশেষ, প্লাস্টিকের বোতল ও শো-পিস টেলিভিশনসহ বাসাবাড়িতে ব্যবহার্য আরও অনেক কিছু।

এই সব কিছুর মধ্যে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং খাল থেকে উদ্ধার করা সিরামিকের তৈরি একটি ‘ডানা ভাঙ্গা পরী’ সবার দৃষ্টিআকর্ষণ করেছে। এটিকে নিয়েই আগত দর্শনার্থীরা আলোচনা করছিলেন। কেউ কেউ এটাকে ময়লার খাল থেকে উঠে আসা ‘ডানাকাটা পরী’ বলেও সম্বোধন করছেন।

বর্জ্য প্রদর্শনী

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলে দেই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দূষণ হয় নগরের পরিবেশ।

তিনি বলেন, আজকে এই বর্জ্য-প্রদর্শনের আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।