মোটরবাইককে চাপা দিলো পুলিশের রেকার, আহত ৩

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মোটরসাইকেলকে চাপা দিয়েছে পুলিশের একটি রেকার। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন— মো. বেলায়েত হোসেন (৩৯), তাইজুল ইসলাম (৩০) ও তাজিলুর রহমান (২৭)।  আহত ব্যক্তিরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহত বেলায়েত হোসেন জানান, তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। বাসাবো ফ্লাইওভারের ঢালে আসলে পুলিশের একটি রেকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

আহত আরেক মোটরসাইকেল চালক খিলগাঁও গোড়ানের বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। কর্মস্থল সেগুনবাগিচা থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনায় শিকার হন।

একই ঘটনায় তানজিলুর রহমান নামে আরেক জন আহত হন। তিনি মান্ডা এলাকায় থাকেন।  মোটরসাইকেল চালিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশের রেকার তাকে চাপা দেয়।