বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে ডেকেছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুন তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাছাড়া ৯ জুন তার স্ত্রী-সন্তানদেরও জিজ্ঞাসাবাদ করবে দুদক।

মঙ্গলবার (২৮ মে) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরইমধ্যে দুদক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে।

এরআগে দুদকের আবেদনের পর গত বৃহস্পতিবার ও রবিবার (২৩ ও ২৬ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, রাজধানী ঢাকায় থাকা ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

২৩ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ১১৯টি স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তির মধ্যে ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ২৬ মে ঢাকায় ফ্ল্যাট, সাভারের জমি ও মাদারীপুরে ১১৪টি স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: