৩০ হাজার অবৈধ সিমসহ ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেফতার ২

রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৩০ হাজার অবৈধ সিম কার্ড ও বিটিআরসি’র অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অবৈধ ভিওআইপি ব্যবহার করে দেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগ ব্যবসা করার অভিযোগে মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও ও সোমবার (১০ জুন) সকালে পল্টনেরে একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে সোমবার (১০ জুন) দুপুরে সংবাদ সম্মলেনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

জব্দ করা হয় অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জামতিনি বলেন, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ সোমবার সকালে নয়াপল্টনের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম, চার রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও থেকে গ্রেফতারকৃত রহিম তিন বছর ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালাচ্ছে। এভাবে তারা সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।