মেয়ে-নাতির পর চলে গেলেন গ্যাস বিস্ফোরণে দগ্ধ মান্নানও

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধের ঘটনায় দগ্ধ আব্দুল মান্নান (৬০) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

শনিবার (১৫ জুন) বেলা ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত বুধবার (১২ জুন) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে নিহত মান্নানের নাতি শিশু আয়মান (৩) মারা যায়। পরদিন বিকালে মারা যায় তার মেয়ে ফুতু আক্তার (১৮)।

মৃত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

চিকিৎসকের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন তার মেয়ে রকসি আক্তার (২০)। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রসঙ্গত, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চার জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।