নিপীড়নের প্রতিবাদে রাজপথে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

কোটা আন্দোলন ঘিরে গ্রেফতার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক লেখক ও সাংবাদিক আবিদ আজম বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি।

মানববন্ধনে অন্যতম বক্তা মঈন মুনতাসীর বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।