আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লো শিক্ষার্থীরা

৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নিহত-আহতের ক্ষতিপূরণ ও গ্রেফতারদের মুক্তির দাবি জানায়। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সড়কে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দুপুর দুটার দিকে সায়েন্সল্যাব মোড়ে বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার ঘুরে আবার সায়েন্সল্যাব হয়ে সিটি কলেজ ও ল্যাবএইড হাসপাতালের মোড় ঘুরে সাইন্সল্যাবের সামনে অবস্থান নেয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এছাড়াও শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেনো, পুলিশ তুমি জবাব দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’— এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী তানজিলা মাতাব্বার রিমি বলেন, সরকার বর্তমানে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। আমরা দাবি আদায়ে রাস্তায় নেমেছি৷ আজকে আমরা কেউই নিরাপদ না। বাসায়, রাস্তায় এমন কোনও জায়গা নেই যেখানে আমরা নিরাপদ থাকতে পারি। আমি ঘুমাতে পারি না। আমার ভাইকে, আমার বোনকে ধরে নিয়ে যাচ্ছে। নির্যাতন চালানো হচ্ছে। আমরা এই জালিম সরকারের কাছ থেকে মুক্তি চাই।

বিকাল সাড়ে তিনটার দিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা কলেজ শিক্ষার্থী তানভীর আহমেদ। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চলবে৷

তবে বিকাল চারটা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিকাল সোয়া চারটার দিকে মিছিলটি শাহবাগের দিকে যায়।