শিক্ষার্থীদের বিক্ষোভ, রামপুরা-বাড্ডায় যান চলাচল বন্ধ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে হাজার হাজার শিক্ষার্থী সড়কে নেমেছেন রামপুরা সেতু হয়ে। এতে মেরুল বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা ২টা থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাড্ডা প্রগতি সরণি ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে অবস্থান করেছেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুক্ষণের মধ্যে মিছিল নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হবেন তারা।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েক শ শিক্ষার্থী উপস্থিত হন।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে শুরু করেন তারা।