ফাঁকা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় পুরোপুরি ফাঁকা অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্য কর্মকর্তাদের কেউ কার্যালয়ে উপস্থিত হননি। এ অবস্থায় সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

কুড়ির বিশ্বরোড থেকে ঢাকা জেলা প্রশাসক ভবনে জমির খতিয়ান তুলতে আসেন মেহেদী হাসান। তিনি বলেন, গতকাল শুনলাম, সব অফিস-আদালত খোলা থাকবে। কিন্তু আজ এসেই কাউকে দেখছি না। সবকিছু তালা দেওয়া রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা প্রশাসক ভবনের এক নিরাপত্তাকর্মী বলেন, স্যারেরা আজ কেউ অফিসে আসেননি। কেন আসেনি তা আমার জানা নেই।