বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হয়েছেন মাহবুব মোর্শেদ। তাকে দুই বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এ নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে রদবদল করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের শীর্ষ পদেও পরিবর্তন এলো।
উল্লেখ্য, মাহবুব মোর্শেদের জন্ম জন্ম ১৯৭৭ সালের ২৯ জানুয়ারি রংপুরে। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও পরিচিত।
সূত্র: বাসস