বাড্ডায় সুমন হত্যা: সাবেক মন্ত্রী দীপু মনি ফের রিমান্ডে

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শনিবার (২৪ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মো. রেজাউল আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ডের আদেশ দেন।

এদিকে আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।িএর আগে গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ আগস্ট রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে ভিকটিম মো. সুমন সিকদারকে হত্যা করে। আসামিদের গুলিতে বাদীর ছেলের বুকের পাজর ভেদ করে চলে যায়। বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলেকে মৃত অবস্থার দেখেন। এঘটনায় সুমনের মা মাছুমা খাতুন ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।