X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ১৫:২১আপডেট : ০১ মে ২০২৫, ১৫:২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের মামলায় আসামি ইয়াছিন মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ইয়াছিন মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান।

বৃহস্পতিবার (১ মে) সূত্রাপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপম দাস এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার ইয়াছিন মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জাহিদুল হক আসামি ইয়াছিন মজুমদারকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে অথৈয়ের বাবা প্রনব মজুমদার বুধবার সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় ইয়াছিন মজুমদারকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, অথৈ ও মো. ইয়াছিন মজুমদারের বাড়ি পাশাপাশি। তারা একই স্কুলে পড়াশোনা করতো। সেখান থেকেই ইয়াছিন অথৈকে উত্ত্যক্ত করতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সূত্রাপুর এলাকায় বসবাস শুরু করেন অথৈ। ইয়াছিনও ঢাকায় চলে আসে লালবাগ জমিদারী ভোজ রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নেয়। আগের মতো সে অথৈকে উত্ত্যক্ত করতে থাকে এবং কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে অপমানজনক কথা, মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ২৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবে অনুশীলন শেষে মেসে ফেরার পথে ইয়াসিন তাকে গালমন্দ করে ও উৎসবে অংশ না নিতে চাপ দেয়। মানসিক নিপীড়ন সহ্য করতে না পেরে অথৈ মেসের রুমে চলে যাই। কিছুক্ষণ পর ইয়াছিন রুমের সামনে গিয়ে অন্যদের দিয়ে ওই শিক্ষার্থীকে  ডাকতে বলে। পরে মেসের মালিকের স্ত্রী জোৎস্না বেগমের উপস্থিতিতে ইয়াছিন রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অথৈকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 /এনএইচ/আরকে/
সম্পর্কিত
সারজিস আলমের বিরুদ্ধে ‘আদালত অবমাননার’ আবেদনের আদেশ ২০ জুলাই
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
কুমিল্লার ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
সর্বশেষ খবর
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের