ঢাকা কলেজের পুকুরে ডুবে মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান এ তথ্য জানান।
নিহত সিয়াম ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাঁচলি গ্রামের জুতা ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। সে রাজধানীর আজিমপুর নিউ পল্টন ফয়জুল উলুম মাদ্রাসায় পড়তো।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী আবীর হোসেন বলেন, ‘সোমবার দুপুরে সিয়ামসহ অনেকেই মাঠে ফুটবল খেলা শেষে কলেজের পুকুরে গোসল করতে যায়। সিয়াম সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে যায়। পরে আর পানি থেকে উঠতে পারেনি।’
সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে ঢাকা কলেজে যাই। সেখানে পৌঁছানের আগেই শিক্ষার্থীরা শিশুটিকে পানি থেকে উঠিয়ে ফেলে। পরে আমাদের গাড়িতে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সিয়ামের চাচা নুরুল ইসলাম বলেন, ‘দুপুরে মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে খবর পাই, সিয়াম পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পাই।’