ট্রাফিক পুলিশকে জখম: দুই আসামির রিমান্ড শুনানি ২৪ সেপ্টেম্বর

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশ্রফ আলীকে কুপিয়ে জখমের অভিযোগের মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশ্রফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।