শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে অন্তরের খালা খুকু মনি এই মামলার আবেদন করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই ঘটনা নিয়ে কোনও মামলা বা জিডি আছে কিনা তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত হয়।

মামলার আবেদনে উল্লেখ করা আসামির নাম নিচের ছবিতে:

459329500_348436041597382_3166667085504668521_n

 

459320658_1250695152618964_268769388645934821_n

459534663_493240666880877_9007608490605639130_n

460030824_1973190366485450_3543008594662024052_n

461014369_1559169041385460_64228676249394439_n459499839_861636782804576_7780868420232389970_n460509630_489725983890801_2492282522780771745_n

461049651_968628438362904_1488303162149915201_n

460598469_1962396547540793_181526529121389834_n

459530714_961464689081583_8426415443390454844_n

459421007_935791661672430_973956735363570989_n

461034406_884716399840303_4890904290394660984_n

460269214_1064265035278776_4719452984138409248_n

460391218_2865918210224087_8742285974877330732_n.