বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার মো. জাহাঙ্গীর হত্যা মামলায় আওয়ামী লীগের কদমতলী উপজেলার সদস্য ও দৈনিক সরেজমিন বার্তার সাংবাদিক সিকদার লিটনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিন গ্রেফতার শুনানিতে তিনি বলেন, ‘গত বছরের অক্টোবরের ৪ তারিখে জেল থেকে মুক্তি পাই। আন্দোলনের ৩ মাস পর আমি জেল থেকে মুক্তি পেয়েছি। জেলে থেকে আমি কীভাবে আসামি হলাম?’
বুধবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০টার কিছু পর অন্যদের সঙ্গে তাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে হাজতখানা থেকে বের করা হয়।
আদালতে প্রবেশের আগে তিনি বারবার বলেন, ‘আমি একজন সাংবাদিক। সাইবার সিকিউরিটি আইনে আমি জেলে গিয়েছি। জেলে থেকেও কেন আমি আসামি?’
পরে সকাল ১০টা ৩৪ মিনিটে তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। ১০টা ৫০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ সময় তিনি হাত উঠিয়ে বলেন, ‘মাননীয় আদালত, আমি কথা বলতে চাই। দয়া করে শুনুন।’ বিচারক বলেন, ‘আপনার আইনজীবী নেই?’ তিনি বলেন, ‘মাননীয় বিচারক আমার আইনজীবী নেই। আমার কথা শুনুন।’ এরপর তিনি বলেন, ‘২০২০ সালে শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফের বিরুদ্ধে নিউজ করেছি। এরপর থেকে আমার বিরুদ্ধে ২৬টা মামলা হয়েছে। গত বছরের অক্টোবরের ৪ তারিখ জেল থেকে মুক্তি পাই।
আন্দোলনের ৩ মাস পর আমি জেল থেকে মুক্তি পেয়েছি। জেলে থেকে আমি কীভাবে আসামি হলাম?’
পরে বিচারক বলেন, ‘জামিন শুনানিতে কথা বইলেন।’ এরপর তাকে গ্রেফতার দেখান বিচারক।