জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির সিনিয়র নিউজ এডিটর সীমান্ত খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানিয়েছেন।
শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কমিশনার বলেন, একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সীমান্ত খোকন দেশকে অনেক কিছু দিয়েছেন। সাংবাদিকতা পেশায় তিনি যে মান স্থাপন করেছেন তা নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।
শোকবার্তায় ডিএমপি কমিশনার সীমান্ত খোকনের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।