X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২০:৪০আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২০:৪০

আমলযোগ্য কোনও অপরাধ ঘটলে অবশ্যই মামলা নিতে হবে, কোনও ঘটনা আড়াল করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “অপরাধ যাতে না ঘটে সেজন্য আরও বেশি প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে হবে। আপনারা আন্তরিকভাবে কাজ করেছেন বলে ছিনতাই অনেকাংশে কমেছে। তবে সতর্ক থাকতে হবে, যেন ছিনতাইয়ের পুনরাবৃত্তি না ঘটে।”

তিনি থানাগুলোতে মামলা নিষ্পত্তির হার ও ওয়ারেন্ট তামিল বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি পুলিশের সদস্যদের সর্বোচ্চ বিনয়ী হয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই দৃষ্টিকটু বা অপেশাদার আচরণ গ্রহণযোগ্য হবে না।”

রমজান, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক প্রচেষ্টার জন্য ডিএমপির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “প্রতিটি থানার ওসিকে মামলা তদন্তে সরাসরি যুক্ত থাকতে হবে এবং টহল টিমের মাধ্যমে থানা এলাকার প্রতিটি ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ করতে হবে।”

গোয়েন্দা তথ্যভিত্তিক অপরাধ দমন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে ডিএমপি কমিশনার বলেন, “ডিবিকে (গোয়েন্দা পুলিশ) আরও বেশি তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত ও গ্রেফতার কার্যক্রম চালাতে হবে।”

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মার্চ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান বিশ্লেষণ করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-কমিশনাররা, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

/এবি/এমএস/
সম্পর্কিত
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
সর্বশেষ খবর
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে