হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) ভোরে তাকে গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।