আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও আইনজীবী অধিকার পরিষদের আইনজীবীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় হাইকোর্ট প্রাঙ্গণে এই মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিলের আগে আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম সরকারি সুবিধা পান। তিনি কীভাবে গণঅধিকারের দলছুট অংশের (তারেক-ফারুক) পক্ষে অংশ নিয়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের বিপক্ষে অবস্থান নেন এবং তাদের অবৈধভাবে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে অংশ নেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আর সরকারি সুবিধা ভোগ করে তাজুল কীভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যান। এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করি।
এসময় আইনজীবী তাজুলের সততা নিয়ে প্রশ্ন তুলে নুর বলেন, 'উনি চিফ প্রসিকিউটর হিসেবে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। যিনি কয়েক লাখ টাকার বিনিময়ে নিজের নীতি-নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে উনি যাদের বিচার চাইবেন, ফাঁসি চাইবেন, আওয়ামী লীগের দোসরদের যাবজ্জীবন চাইবেন—আমাদের শঙ্কা তাদের সঙ্গে আপস করে এই গণঅভ্যুত্থানের ফলাফলকে ভেস্তে দিতে পারেন। আদালতকে বিতর্কিত করতে পারেন, সরকারকে বিতর্কিত করতে পারেন। তাই সরকারের কাছে আমাদের দাবি—দ্রুত তাকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয় তাহলে এই আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী ও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন গড়ে তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করবে।