নতুন মামলায় গ্রেফতার আহমদ হোসেন

রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আহমদ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতের বিচারক গ্রেফতার আবেদন মঞ্জুর করেন। 

গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে আহমদ হোসেনকে আটক ডিবি পুলিশ। পর দিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর আরও কয়েকটি মামলায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)।এ দিন বিকালের দিকে আসামিদের ছোঁড়া গুলি তার বুকে ও গলায় লাগে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয়ে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।