বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘মিডিয়া সেল’ গঠন করা হয়েছে। আল মাসনূনকে সম্পাদক করে এই সেল গঠন করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই সেলের অনুমোদন দেয়।

এতে জানানো হয়, সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আল মাসনূন। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন নাবিল মোস্তফা, রিদুয়ান রিফাত, মুহাম্মদ রাইয়‍্যান ইসলাম, জাবের বিন নূর, আবু বকর সাঈম, রায়হান আহমেদ তামিম, আরাফাত নূর, মুহম্মদ ইউসুফ হোসাইন, মোস্তাফিজুর রহমান সামি, শেখ মাহিন আহমেদ, হাসনাত মাহমুদ, সাব্বির হোসাইন ও আহমেদ সামরান।