পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলো সাকরাইন উৎসব পালন করতে প্রস্তুত করা হচ্ছে। নানা রঙের ঘুড়ি ওড়ানোর উৎসবের প্রস্তুতি চলছে সেখানে।
কাগজের যে ঘুড়ির দাম আগে ছিল ৫ টাকা তা এখন ১০ টাকা। নকশা করা ঘড়ির দাম ১৫ থেকে ২৫ টাকা। আর বড় আকারে ঘুড়িগুলোর দাম শুরু হয় ২৫ টাকা থেকে। কাঠের নাটাইয়ের দাম ৩৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত।
ঘুড়ি উড়ানোর জন্য প্রয়োজন সুতা। মান পরিমাণ বেঁধে সুতার দাম ৬০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়। পৌষ মাসের শেষ দিন শুরু সাকরাইন চলে পরের দিনও।
জানা যায়, প্রতি বছরের মতো এবারও সাকরাইন উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়েছে।