সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ৮ নারীসহ আটক ১৮ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সুপারিশ পাওয়া নিয়োগপ্রার্থী মহিব উল্লাহ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধের পর পুলিশ ৮ নারীসহ মোট ১৮ জনকে আটক করে। নিয়োগপ্রার্থী মহিব উল্লাহ জানান, রাত ৯টা ৫০ মিনিটে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগের জন্য গত ৬ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করেন নিয়োগপ্রার্থীরা। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ পাওয়া প্রার্থীরা নিয়োগ পেয়ে চাকরিতে কর্মরত আছেন।
নিয়োগপ্রার্থীদের দাবি— বর্তমান সরকার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার পর একটি রিটের কারণে আদালত নিয়োগ বাতিল করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাউকে বাদ দেওয়া হবে না। সবাইকে যোগদান করানো হবে। কিন্তু আদালতের প্রক্রিয়া শেষ না হওয়ায় সরকারের আশ্বাসের প্রতি বিশ্বাস হারিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনের আন্দোলন চলাকালে পুলিশ ১৮ জনকে আটক করে আন্দোলন থামাতে।