ভাইরাল কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও এক সদস্য গ্রেফতার

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল কিশোর গ্যাংয়ের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরা থেকে আলফাজ হোসেন শিশির (২২) নামের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এই গ্যাংয়ের দুই সদস্যকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাদের সোমবার রাতে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করে এবং তাদের প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় আজ সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগীরা।

উত্তরায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

স্থানীয়রা জানান, উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে প্রতিদিন সন্ধ্যার পর সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের কাজে লিপ্ত হয়। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা বাধিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকট শব্দে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে উত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ওসি মো. হাফিজুর রহমান জানান, উত্তরায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।