কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম টাইটাস হিল্লল রেমা। শনিবার (১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস। 

তিনি জানান, সকালে আইনজীবীর স্ত্রী বাসা থেকে কাজে বের হন। তখন দুই মেয়ে বাসায় ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, টাইটাস হিল্লল রেমা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

টাইটাস হিল্লল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডে বসবাস করতেন।