রাজশাহীর দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

রাজশাহী গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলার চেয়ারম্যান মো. লুৎফর রশীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, রাজশাহী গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের নামে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে, তানোর উপজেলা চেয়ারম্যান মো. লুৎফর রশীদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৯ লাখ ৬৮ হাজার ৬১১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। মামলা দায়েরের পর তদন্তে আরও কোনও তথ্য পাওয়া গেলে সেগুলো অভিযোগপত্রে সংযুক্ত করা হবে জানিয়েছে দুদক।