বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সৌরভ খান (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বনশ্রী এ ব্লকের শান্তা টাওয়ারের বিপরীত পাশে সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. সাইফুল ইসলাম জানান, সৌরভ খান পল্টনের একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, বনশ্রী এ ব্লকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাক বা অজ্ঞাতনামা কোনও যানবাহনের ধাক্কায় সৌরভ খান সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেলটি ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাটি কোনও যানবাহনের সঙ্গে সংঘটিত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

সৌরভ খান যশোরের শার্শা থানার ভবেরবের গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের এক তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।